কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

ফিরে পাওয়া


তুমি এখানে?
> তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, 
তাই ভাবলাম দেখা করে যাই।
- ভালো করেছ, বসো।
> কেমন আছ?
- এইত ব্যস্ত জীবনে বেশ ভালোই আছি।
> হুম, তা ত দেখতেই পাচ্ছি।
- সব কিছু বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখলে
সঠিক অবস্থানটা বোঝা যায় না।
.
<> (নিঃশব্দ)
.
- তারপর, তোমার খবর কি বল?
> ভালো নেই।
- কেন?
> বাদ দাও
- প্লিজ মায়া বলো
> ভাল থাকি কি করে!
ভালো রাখার ভালো মানুষটাকে যে হারিয়ে ফেলেছি।
- Oh, 
খোঁজ করে দেখ, পেয়ে যেতে পার।
> সত্যি বলছ?
- হ্যা। আচ্ছা বাদ দাও এসব, 
কি খাবে বল ঠান্ডা না গরম?
> সেটা তুমি ভালো করেই জানো মিলন।
- এখনও তাহলে কফি পছন্দ কর?
> শুধু তোমার জন্য।
- কিন্তু আমি যে এখন আর কফি মোটেও পছন্দ করি না।
> আমাকে শিখিয়ে তুমিই ভুলে গেলে?
- কি করব! 
কফির সাথে অতীতটাকে ভোলার চেষ্টা করছি।
> ভুলতে পারবে?
- জানি না, 
তবে সারা জীবন চেষ্টা করতে পারব।
> যেটা করতে পারবে না, 
সেটার জন্য এত চেষ্টা করবে কেন?
- একদিন হয়ত ভুলে যেতে সক্ষম হব। কারন দেখ!
১ম যখন তোমার সাথে পরিচয় হয় 
তখন তুমি কফি পছন্দ করতে না, 
আর আস্তে আস্তে যখন আমরা একটা মধুর সম্পর্কে জড়িয়ে পড়লাম, 
তখন থেকে তুমিও কফি পছন্দ করতে শুরু করলে। 
আর এখন এ আমিই কফি দেখে চমকে উঠি, 
হারিয়ে যাই অতীতে, 
কারন তোমার দূরত্বটা যে আমাকে গভিরভাবে গ্রাস করে ফেলেছে।
কফির মত এভাবে হয়ত একদিন অতীতকেও ভুলে যেতে পারব, 
তাই চেষ্টা করি আর কি।
> আচ্ছা মিলন
- বলো
> আবার সব কিছু নতুন করে শুরু করা যায় না?
- হ্যা মায়া, 
শুরু করেছি ত অনেক আগেই বাবা- মায়ের পছন্দে।
> তুমি বিয়ে করেছ? (বিস্মিত কণ্ঠে)
- হ্যা..... ( একটি দীর্ঘশ্বাস)
> একটিবার জানানোর প্রয়োজন মনে করলে না?
- কষ্ট বাড়াতে চাই নি।
> Oh Good. Happy Married Life , ( কান্না জড়িত কণ্ঠে)
- কি হল?
> Nothing, আসি তাহলে।
- কফি খেয়ে যাও?
> কফি!
না ভুলে যাওয়ার চেষ্টা করব।
- হুম, সেটাই ভালো হবে।
> তুমি এত নিষ্টুর কেন মিলন?
- আগে ছিলাম না, 
তুমিই আমাকে নিষ্টুর হতে শিখিয়েছ।
> সেটা একটা দুর্ঘটনা ছিল। ( উত্তেজিত হয়ে)
- রেগে গেলে?
> নাহ, 
তোমার উপর রাগ করার আমি কে?
- Hm
> আচ্ছা, আসি।
- চলে যাবে?
> হ্যা,
- কিন্তু আমার কি হবে?
> তুমি ত স্ত্রীকে নিয়ে অনেক সুখেই আছ। আচ্ছা আসি।
- দাড়াও মায়া
> বলো
- আমি ত বিয়েই করি নি।
> মানে?
- কি করে ভাবলে
এত তাড়াতাড়ি তোমাকে ভুলে যাব?
> সত্যি তুমি বিয়ে কর নি?
- নাহ, 
অবশ্য মায়ের একটা পছন্দ করা মেয়ে ছিল, 
কিন্তু আমি রাজি হই নি।
> কেন?
- তোমার জন্য।
> কি করে বুঝলে আমি ফিরে আসবো?
- আমার ভালোবাসা দিয়ে। 
> (মিলনের এরকম ভালবাসা দেখে, মায়া কি বলবে ভেবে পাচ্ছেনা )
- আচ্ছা মায়া তোমার বিয়ে কবে?
> যেদিন তুমি হাত বাড়াবে।
- বাড়িয়ে দিলাম। ধর!
> আগে কফি অর্ডার দাও।
- হা হা, আচ্ছা দিচ্ছি, আগে হাত ধর।
> নাহ, আগে কফি...
- Ok ম্যাডাম Ok
*
<>কফি খাওয়া শেষে, 
- চলো মায়া
> কোথায়?
- তোমাকে মায়ের কাছে নিয়ে যাব?
> এ.এ.এ.এখন?
- হুম
> এই না,
এখন যেতে পারবনা
- কেন?
> এই অবস্থাতে যাব?
সাজগুজু তো কিছুই করা হয়নি
- আরে ধ্যাত
এমনিতেই তোমাকে অনেক সুন্দর লাগছে
> কিন্তু মিলন...
- কোনো কিন্তু না,
চলোতো
> একটা কথা মিলন
- আবার কি কথা?
> আমাকে নিয়ে যাচ্ছ, তো মাকে কি বলবে?
- বলবো যে,
মা তোমার জন্যে একটা কাজের বুয়াকে ধরে এনেছি
> কি????
- হা হা হা
> ধ্যাত পাজি ছেলে,
তুমি না আগের মতোই দুষ্ট আছ
- হুম এবার চলো..
*
বাসায়ে এসে,
- মা ও মা
> কিরে কি হয়েছে?
- দেখ কাকে নিয়ে এসেছি
> বাহ!
ভারী মিষ্টি মেয়ে তো!
তোমার নাম কি মা?
- মা ওর নাম মায়া 
> তোর সাথে ওর সম্পর্ক কি?
- ইয়ে মানে... 
> বুঝছি
- না মানে, 
আসলে মা তোমার জন্যে একটা কাজের বুয়া ধরে আনলাম
> কি বললি দুষ্টু ছেলে?
বাড়ির অতিথিদের সামনে এভাবে
ফাজলামি করতে তোর লজ্জা করেনা? (কান ধরে)
- ওহ মা কান ছাড়া ব্যথা পাচ্ছিতো
> শোন্,
মায়াকে আমার খুব পছন্দ হয়েছে,
এই কাজের বুয়াকেই
তোর ঘাড়ে ঝুলিয়ে দেবো..
- ঠিক আছে কিন্ত কান ছাড়বে তো?
.
মা ও ছেলের
এরকম কীর্তিকলাপ দেখে
মায়া হাসতে লাগল।
পরে মিলনের মা বলল,
> তুমি ওর কথাতে কিছু মনে করোনা মা,
ও একটু এরকমই দুষ্টু
> আমি জানি আন্টি।
ও এরকমই
আর আমি কিছু মনে করিনি... 

> আন্টি আজ আমি তাহলে আসি
> সেকি এখনি চলে যাবে?
> হ্যা আন্টি, মা চিন্তা করবে
আবার একদিন আসব
> ঠিক আছে,
মিলন ওকে পৌছে দিয়ে আয়
- ওকে 
*
যাহক পরের দিন
পার্কে
*
> কি ব্যাপার মিলন
আসতে এত্ত লেট করলে যে? 
- সরি
অফিসে একটু জরুরী সেরে আসলাম
> Huh
- Sorry লক্ষীটি
> হুম চলো বসি
*
পরে তাঁরা
পার্কে সেই চিরচেনা পরিচিত
জায়গায়
সবুজ ঘাসের ওপর বসলো...
- এই মায়া
> বলেন স্যার
- আমার না খুব মাথা ব্যথা করছে?
> বলো কি??
- হ্যা
তোমার কোলে একটু মাথা রেখে শুই
> ও বুঝেছি
- কি বুঝেছ?
> কোলে মাথার জন্যে আপনার মাথা ব্যথা করছে 
- হা হা হা
.
পরে মিলন হাসতে হাসতে
মায়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল।
> মিলন
- বলো ময়না পাখি
> দূর্ঘনার দীর্ঘ দিন পর
আমরা আবার এক হয়েছি তাইনা?
- হুম
আমাকে ছেড়ে আর যাবেনাতো?
> আর যাবনা,
সেদিনও তো যেতে চাইনি,
কিন্তু বাবার কারণে....
- এসব কথা থাক্ মায়া,
আমাদের সুন্দর মুহুত্বে ওসব কথা
কি না বল্লে হয়না?
> ওকে বাবু বাদ দিলাম
- তোমাকে যে
আমার জীবনে আবার ফিরে পেয়েছি,
এটাই আমার বড় পাওয়া।
> লাভ ইউ মিলন
- লাভ ইউ ঠু 
> আচ্ছা মিলন তুমি কি এখনও রাত জেগে কবিতা লিখ?
- মাঝে মধ্যে
> একটা শোনাবে?
- তুমি শুনবে আর আমি শোনাবো না তা কি হয়?
> হিহি ওকে শোনাও বাবু
- তাহলে আমার গিফট টা দাও
> এহ!
কাজের আগে কেউ কি পারিশ্রমিক দেয়?
- তুমি আগে দেবে
> জী না স্যার,
আগে কবিতা শোনাবে, তারপর গিফট্ দেব
- তাহলে শোনাবো না
> উহ!
তোমাকে নিয়ে আর পারিনা
.
পরে মায়া
মিলনের কপালে একটা কিস দিয়ে
বলল,
> এই গিফট্ দিলাম
এবার শোনাও
- ওকে,
.
"আকাশ হয়েছে ধণ্য, নীল রংয়ের জন্য"
"বাগান হয়েছে ধণ্য, ফুল পাখিদের জন্য"
"আকাশ হয়েছে ধণ্য, চাঁদ তাঁরার জন্য"
"পাহাড় হয়েছে ধণ্য,ঝরণা ধারার জন্য"
"ফাগুন হয়েছে ধণ্য, কোকিলের জন্যে"
"আমি হয়েছি ধণ্য, তোমার মতো কাজের বুয়ার জন্য"

> কিই???????
ইডিয়ট কুত্তা শয়তান ফাজিল
দে আমার গিফট্ ফিরিয়ে দে
- হা হা ওকে,
কপালে আরেকটা কিস করে গিফটটা তুলে নাও
> এহ ধান্দাবাজী তাইনা?
তুমি ফিরিয়ে দাও
- Ok
Umm Umm (''_'') . . . .
> আ........উ ছাড়ো
.
আর এভাবেই 
অতিতের সব দুঃখ কষ্ট ভুলে 
একে অপরকে ফিরে পেয়ে 
আবার তারা ভালবাসার এক নতুন অধ্যায়ে উপনিত হলো..
ভাল থাকুক তারা
ভাল থাকুক তাদের ভালবাসা। 
****
Blogger দ্বারা পরিচালিত.