কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

মেসির গোলের কারণে ভূমিকম্প!


 বিশ্বের সেরা ফুটবল খেলোয়ারদের একজন তিনি এবং গোল করায় তিনি এতোটাই দক্ষ যে, তার কারণে ভূমিকম্প অনুভূত হয়! এমনটাই দাবী করা হয়েছে লিওনেল মেসি সম্পর্কে।

নতুন একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা প্রকাশ করেছেন, ‘মেসি যখন গোল করেন তখন স্টেডিয়ামে উপস্থিত বিপুল ভক্তদের যে প্রতিক্রিয়া হয়, তা পুরো বার্সেলোনা শহরে ভূকম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট।’

ইনস্টিটিউট অব আর্থ সায়েন্স জুম আলমেরার এই গবেষণাপত্রের প্রধান লেখক জর্ডি ডায়াজ, সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জিয়োসায়েন্স সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব কারণে ভূমিতে কম্পন অনুভূত হয় তার থেকে ভিন্ন এই কারণে রাস্তাঘাট এবং ভূগর্ভস্থ রেলপথে কম্পন শণাক্ত করা গেছে।’

সিসমোমিটারের (ভূকম্পমাপক যন্ত্র) মাধ্যমে দেখা গেছে, যতবার মেসি গোল করেছেন ততবারই ভূমিতে একটা কম্পন ছিল, যেহেতু স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষ উত্তেজনায় একইসঙ্গে দাঁড়ায় এবং বসে।’

উদাহরণস্বরূপ, গত মাসে চেলসির বিপক্ষে মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় পায় বার্সেলোনা।

সিসমোমিটারে মেসির প্রথম গোলের পর বড় মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। দ্বিতীয় গোলের পর, আগের তুলনায় সামান্য কম ভূকম্পন রেকর্ড হয়।

তথ্যসূত্র : মিরর
Blogger দ্বারা পরিচালিত.