নীহারিকাকে বিয়ে করছেন প্রভাস?
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার অভিনীত ‘বাহুবলি’ সিনেমাটি মুক্তির পর আকাশচুম্বী দর্শকপ্রিয়তা লাভ করেন এই অভিনেতা।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তালিকার শীর্ষে রয়েছে তার নাম। ‘বাহুবলি টু’ সিনেমাটি মুক্তির পর নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এমন খবর রটেছিল। কিন্তু সিনেমাটি মুক্তির পর নতুন নতুন গুঞ্জন যুক্ত হয় তার নামকে কেন্দ্র করে।
কয়েক মাস আগেও গুঞ্জন ওঠেছিল, অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন প্রভাস। যদিও পরবর্তী সময়ে এমন গুঞ্জনকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দেন এই নায়িকা। এবার শোনা যাচ্ছে, দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি অভিনেত্রী নীহারিকার সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন প্রভাস। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
যদিও চিরঞ্জীবী পুরো বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘এই ধরনের গুজব ছড়ানো অবিলম্বে বন্ধ করা উচিৎ।’
প্রভাস বর্তমানে ‘সাহো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। নীহারিকা দক্ষিণী সিনেমার নবাগতা নায়িকা। ২০১৬ সালে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। আপাতত এ নায়িকা অপেক্ষায় রয়েছেন তার নতুন সিনেমা ‘হ্যাপি ওয়েডিং’-এর মুক্তির। তিনিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।