কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

ট্রাম্পের টাক কত বড় (ভিডিও)


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোনালি চুল নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে কম আলোচনা হয়নি। ট্রাম্পের সমালোচকরা সুযোগ পেলে ট্রাম্পের চুল নিয়ে ঝাড়তেও ছাড়েন না। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় বাতাসও মনে হয় ট্রাম্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। উড়োজাহাজের সিঁড়িতে ওঠার সময় বাতাসের দমকায় চুল সরে গিয়ে দৃশ্যমান হয়েছিল ট্রাম্পের মাথার পেছনের অংশের বড়সড় টাকটি।

টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন মার্কিন কমেডিয়ান জেনসেন কার্প। তিনি লিখেছেন, ‘আমি এটা না দেখে থাকতে পারছি না।’

বেথ নামে একজন লিখেছেন, ‘ওয়াও, দমকা বাতাসে তিনি কীভাবে দ্রুত সিঁড়ি বেয়ে উঠছেন। বাতাস হচ্ছে ভুয়া খবর।’

গত মাসে ট্রাম্পকে নিয়ে লেখা আলোচিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরিতে’ মাইকেল ওলফ ট্রাম্পের বহুল আলোচিত চুল নিয়েও লিখেছেন। তিনি লিখেছেন, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা তার বন্ধুদের বলেছিল, মাথার চামড়ার যন্ত্রণা নিরাময়ে অপারেশন করার কারণে তার বাবার মাথার চুল কমে গেছে।

ভিডিও :


Blogger দ্বারা পরিচালিত.