কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

প্রেমিককে ছুরিকাঘাত করা তরুণী কারাগারে


 রাজধানীর শাহবাগে প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি লাভলী ইয়াসমিন মিতাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে। অপরদিকে লাভলী ইয়াসমিন মিতার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন।

আদালত জামিন শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করে লাভলী ইয়াসমিন মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, বুধবার বিকেলে বুয়েট ক্যাম্পাসের সামনে রাস্তায় প্রেমিক আল আমিনের সঙ্গে লাভলী ইয়াসমিন মিতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে প্রেমিকের পিঠে চাকু মারেন লাভলী ইয়াসমিন মিতা। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লাভলী ইয়াসমিন মিতা পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলী ইয়াসমিন মিতাকে চাকুসহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় আল আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ মামলা দায়ের করেন।
Blogger দ্বারা পরিচালিত.