কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

নতুনদের জন্য কঠিন হলো ইউটিউব


 নতুনদের জন্য অর্থ উপার্জন আরো কঠিন করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এতদিন ইউটিউবে প্রকাশিত কোনো ভিডিওতে ১০ হাজার ভিউ থাকলেই সেই ভিডিওতে বিজ্ঞাপন পেতেন আপলোডকারী। কিন্তু এবার নিয়ম আরো কঠোর করেছে তারা।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন পেতে গেলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে ১ হাজার হতে হবে। শুধু তাই নয়, বিগত ১২ মাসে অন্তত ৪ হাজার ঘণ্টা ভিডিও সেই চ্যানেলে দেখা হয়েছে এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে। তাহলেই কেবল সেই চ্যানেল বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বিবেচিত হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন নিয়মে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন নতুন ইউটিউবাররা। কেননা যেসব চ্যানেলের ১ হাজার সাবস্ক্রাইবার নেই এবং বার্ষিক ভিডিও ভিউ ৪ হাজার ঘণ্টা নয়, তারা এবার ভিডিওর বিজ্ঞাপন থেকে আয়ের সুবিধা হারাবেন।

তথ্যসূত্র : দ্য ভার্জ
Blogger দ্বারা পরিচালিত.