পোড়ামন-টু’র প্রথম ঝলক
![]() |
| পোড়ামন-টু’র প্রথম ঝলক |
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমাটি। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিল। মুক্তির পর সিনেমাটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল ‘পোড়ামন-টু’। এতে সিয়াম-পূজা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।
নায়িকা হিসেবে ‘পোড়ামন-টু’ পূজার দ্বিতীয় সিনেমা। এর আগে পূজা ‘নুরজাহান’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পূজা ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। তার প্রথম টেলিভিশন বিজ্ঞাপন টেলিটক থ্রিজির। পরে তিনি রিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়ে সবার নজর কাড়েন।
অন্যদিকে ‘পোড়ামন-টু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টেলিভিশন অভিনেতা সিয়ামের।

