কখনো ভেবে দেখেছেন কী...???
কখনো ভেবে দেখেছেন কী...???
যে মেয়েটি তেলাপোকা দেখে ভয় পায় সে মেয়েটি সন্তানের জন্য হাসিমুখে অপারেশন থিয়েটারে যায়।
.
যে মেয়েটি সামান্য একটা ইনজেকশন সুইকে ভয় পায়,সন্তানের মুখ দেখার আশায় সেই মেয়েটিই নিজেকে সপে দেয় সার্জারি ব্লেডের কাছে।
.
যে মেয়েটি নিজের কাপড় ধুতে নাক সিঁটকে সেই মেয়েটিই নিজ সন্তানের বেলায় পায়খানা পরিস্কার করে।
.
যেই মেয়েটি গায়ে পস্রাব করে দিবে এই ভয়ে ছোট বাচ্চা কোলে নিতনা, সেই মেয়েটি এখন
সারাদিন নিজের সন্তানকে কোলে আগলে রাখে।
.
যে মেয়েটি ঘর গোছানোর জন্য মুখ ভেংচায় সেই মেয়েটিই সন্তানের লাথিগুতোর কষ্ট সহ্য করে দীর্ঘ ১০ মাস সন্তানকে পেটের মধ্যে
গুছিয়ে রাখে।
.
যে মেয়েটি ফযরের নামাজ পড়েই আবার ঘুমিয়ে পড়তো সেই মেয়েটিই খুব ভোরে ঘুম থেকে ওঠে সন্তানের স্কুলের টিফিন তৈরি করে।
.
যে মেয়েটি অলসতার কারনে না খেয়ে ঘুমিয়ে পড়ে সেই মেয়েটিই সারারাত জেগে জেগে সন্তান কে খাওয়াতে সাহায্য করে।
.
আমার মা বলেন সন্তানের মায়া অনেক বড় মায়া, পিতামাতা তার সন্তানের জন্য শত কষ্টের বিনিময়েও পৃথিবীর সব সুখ ছাড়তে
পারে,
নিজ সন্তান হলেই এ উপলব্ধি করা যায়।
আমরা বুঝে, না বুঝে বাবা মায়ের মনে অনেক কষ্ট দেই, অবহেলা করি কিন্তু কখনোই সেভাবে উপলব্ধি করতে পারিনা......
Love You মা
আমার অনেক কষ্ট হয় যখন আপনারা আমার পোষ্ট গুলোতে লাইক ও কমেন্ট করে জানান না কেমন হয়েছে...