আবার বাংলাদেশের সঙ্গে খেলার অপেক্ষায় স্মিথ
![]() |
অস্ট্রেলিয়া সবশেষ যখন বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল, তারও এক বছর পর টেস্ট অভিষেক হয়েছিল মিচেল জনসনের। অস্ট্রেলিয়ান পেসার ৩১৩ উইকেট নিয়ে ২০১৫ সালে ক্যারিয়ার শেষ করেছেন, কিন্তু এর মাঝে অস্ট্রেলিয়া কখনো বাংলাদেশে টেস্ট খেলতে আসেনি! এমনকি ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা টেস্টে দুই দলের মুখোমুখিও শেষ সাক্ষাৎ হয়ে ছিল দীর্ঘদিন।
১১ বছর পর আবার বাংলাদেশে এসে টেস্ট খেলল অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজটা অবশ্য বছর দুয়েক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালে সিরিজটা বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সিরিজটা খেলতে এসে এক সময়ের প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশের কাছে প্রথমবার হারের তিক্ততাও পেয়েছে। ঢাকায় প্রথম টেস্টে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট জিতে অবশ্য স্বস্তি নিয়েই সিরিজ শেষ করেছে সফরকারীরা।
পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে তামিম-সাকিবদের বেশ প্রশংসাই ঝরল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের কণ্ঠে। পাশাপাশি আবার বাংলাদেশের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন টেস্টের এক নম্বর এই ব্যাটসম্যান।
বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শোনালেন স্মিথ, ‘এটা ভালো হবে। এগারো বছর দীর্ঘ সময়। আমি মনে করি, যেভাবে ওরা (বাংলাদেশ) খেলেছে সেটা অসাধারণ। ওরা অবশ্যই আমাদের প্রথম টেস্টে হারিয়েছে এবং এখানে (চট্টগ্রামে) আবার আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। যদি আমরা ওদের বিপক্ষে খেলার আরেকটি সুযোগ পাই, তাহলে এটা দারুণ হবে।’