কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

কোলের ছেলে বিক্রি করে ফোন কিনলেন বাবা!


মাত্রা ১১ মাসের কোলের ছেলেকে বিক্রি করে মোবাইল ফোন কিনলেন এক বাবা।

ভারতের ওডিশা রাজ্যের ভাদরাক জেলায় মঙ্গলবার দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে। ছেলেটির মা-বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ছেলেকে বিক্রি করে তার বাবা পেয়েছেন মাত্র ২৩ হাজার রুপি। এ থেকে ২ হাজার রুপি দিয়ে একটি মোবাইল ফোন কিনেছেন, দেড় হাজার রুপি দিয়ে মেয়ের জন্য একটি রুপার নূপুর কিনেছেন এবং বাকিটা মদে উড়েয়েছেন।

এই হতভাগ্য বাবার নাম বলরাম মুখি। মায়ের নাম সুকুতি। তাদের ১০ বছরের আরেকটি ছেলে সন্তান আছে। মেয়েটির বয়স সাত বছর।

ভারদাকের পুলিশ সুপার অনুপ সাহো বলেছেন, ছেলেটির বাবা মুখি একজন সুইপার। তার নিয়মিত আয়ের উৎস নেই। কিন্তু মদ্যপ। মুখি, তার শ্যালক ও আরেক পরিচিত মিলে এক প্রবীণ দম্পতির কাছে ছেলেটিকে বিক্রি করে দেয়।’

ভারদাক শহরের পুলিশ স্টেশনের কর্মকর্তা মনোজ রাউত জানিয়েছেন, সোমনাথ শেঠি একজন অবসরপ্রাপ্ত সরকারি গাড়িচালক। ২০১২ সালে তারা তাদের ২৪ বছরের ছেলেকে হারান। এতে করে শেঠির স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রী চাইছিলেন, কোনো ছেলেকে দত্তক নিয়ে লালন পালন করতে। সেভাবেই তারা সিদ্ধান্ত নেন এবং মুখির ১১ মাসের ছেলেকে কেনেন।

এ ঘটনায় শেঠি ও তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে এ ঘটনায় ছেলেটির মা জড়িত নন।  
Blogger দ্বারা পরিচালিত.