কথিকা: প্রতিটি জীবই তার আপন ঠিকানাকে খুঁজে পেতে চায়
প্রতিটি জীবই তার আপন ঠিকানাকে খুঁজে পেতে চায়। আর এই ঠিকানাকে খুঁজে পাবার জন্য সে যে কোন প্রকার ত্যাগ স্বিকার করতে প্রস্তুত। যে দিন সে তার লক্ষে পৌছায় সে সে দিনই তার জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে। একটা সময় ছিল যখন আমার দিন গুলো অত্যান্ত সুখের ছিল। লেখাপড়া,প্রাইভেটপড়া আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম সারাদিন। সারাদিন সারাক্ষন মুখে লেগে থাকতো সুখের হাসি। এ হাসি বলে দিত আমি কতটা সুখে আছি, কতটা ভালো আছি, কতোটা আনন্দে আছি। কলেজে যেতাম উৎফুল্ল হয়ে। মনটা চাঙ্গা সব সময়ই। কিন্তু আজ ?
মনে পড়ে পিছু ফেলা, সেই---কলেজ জীবনের কথা। মনে পড়ে ভালো শিক্ষা গুরুদের সাথে বসে অনেক্ষন কথা বলা। বন্ধু বান্ধবদের সাথে কলেজ মাঠে ঘন্টার পর ঘন্টা বসে অযথা আড্ডা দেয়া। মজার মজার কথা বলে। আর সবচেয়ে বেসি মনে পড়ে তোমার কথা। যাকে কল্পনায় রাখতাম অবসরে মনে পড়ে কলেজ ক্লাস রুমে তোমাকে আলোচনার মধ্যমনি বানিয়ে তোমার সাথে কথা বলা।
আজ আর কিছুই নেই। হারিয়ে ফেলেছি সবই। এখন তোমাকে আর সেইভাবে কল্পনা করতে পারি না। তারপর কোনকোন সময় মনটা আবেগী হয়। ফিরে যেতে চায় বারবার সেই-----দিনগুলোতে। তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিলো যেন---কবে !
কিন্তু হঠাৎ কোথ্থেকে যেন দেখা হয়ে গেলো। কথা বলতে পারিনি, তবে এক পলক দেখেই আমি যাবতিয় দু:খ-কষ্ট ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিলো তুমিতো আমারি, ডুবে গিয়েছিলাম চিন্তার মহাসমুদ্রে। আজো আমি তোমাকে দেখার আশা বুকে ধারন করি। জানি হতে পারে সেটা আমার পাপ।
তবুও---হয়তো----একদিন-----হয়তো----------।
মনে পড়ে পিছু ফেলা, সেই---কলেজ জীবনের কথা। মনে পড়ে ভালো শিক্ষা গুরুদের সাথে বসে অনেক্ষন কথা বলা। বন্ধু বান্ধবদের সাথে কলেজ মাঠে ঘন্টার পর ঘন্টা বসে অযথা আড্ডা দেয়া। মজার মজার কথা বলে। আর সবচেয়ে বেসি মনে পড়ে তোমার কথা। যাকে কল্পনায় রাখতাম অবসরে মনে পড়ে কলেজ ক্লাস রুমে তোমাকে আলোচনার মধ্যমনি বানিয়ে তোমার সাথে কথা বলা।
আজ আর কিছুই নেই। হারিয়ে ফেলেছি সবই। এখন তোমাকে আর সেইভাবে কল্পনা করতে পারি না। তারপর কোনকোন সময় মনটা আবেগী হয়। ফিরে যেতে চায় বারবার সেই-----দিনগুলোতে। তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিলো যেন---কবে !
কিন্তু হঠাৎ কোথ্থেকে যেন দেখা হয়ে গেলো। কথা বলতে পারিনি, তবে এক পলক দেখেই আমি যাবতিয় দু:খ-কষ্ট ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিলো তুমিতো আমারি, ডুবে গিয়েছিলাম চিন্তার মহাসমুদ্রে। আজো আমি তোমাকে দেখার আশা বুকে ধারন করি। জানি হতে পারে সেটা আমার পাপ।
তবুও---হয়তো----একদিন-----হয়তো----------।