কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

তাপসীর আমন্ত্রণে প্রভাস

তাপসীর আমন্ত্রণে প্রভাস

ভারতের দর্শকপ্রিয় চিত্রনায়ক প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তার খ্যাতি ছড়িয়েছে অন্তর্জাতিক পর্যায়েও। ‘মি. পারফেক্ট’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু ও প্রভাস।

তাপসী পান্নুর পরবর্তী সিনেমা ‘আনন্দ বহ্মা’ পরিচালনা করেছেন মাহি ভি রাঘব। খুব শিগগির ভৌতিক ঘরানার এ সিনেমার গানের অডিও ও ট্রেইলার প্রকাশ করা হবে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাপসী পান্নু ও নির্মাতা রাঘবের আমন্ত্রণে এতে প্রধান অতিথি হিসেবে প্রভাস উপস্থিত থাকবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে অনেক নায়কের সিনেমার প্রচারে অংশ নিয়েছেন প্রভাস। এবারই প্রথম সহ-অভিনেত্রীর ডাকে সাড়া দিয়ে সিনেমার প্রচারে অংশ নিতে যাচ্ছেন ‘রেবেল’খ্যাত এই অভিনেতা।

‘সাহো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ইতিমধ্যে সিনেমার টিজার প্রকাশিত হলেও তার বিপরীতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল সংশয়। সম্প্রতি চূড়ান্ত হয়েছে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি।
Blogger দ্বারা পরিচালিত.