কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

বিশ্বের প্রথম এসএমএস-এ কি লেখা হয়েছিল?

আন্তর্জাতিক ওয়েবসাইট ইডিএন নেটওয়ার্ক এর তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি সংস্থা 'সেমা গ্রুপ'-এর ২২ বছর বয়সি আইটি কর্মী নেইল পাপওয়ার্থ বিশ্বের প্রথম এসএমএস পাঠান। এই এসএমএস কিন্তু তার প্রেমিকার কাছে লেখা হয়নি।  
তিনি তার মেসেজটি পাঠান বন্ধু রিচার্ড জারভিসের মোবাইল ফোনে। তবে এই মেসেজ পাঠানোর জন্য কোনও মোবাইল ফোন ব্যবহার করেননি নেইল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর কম্পিউটার থেকে তিনি বিশ্বের প্রথম এসএমএসটি পাঠান।
এখন নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে কী লেখা হয়েছিল সেই ম্যাসেজে। তারিখটা যেহেতু ছিল ৩ ডিসেম্বর, তাই ২৫ ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নেইল লিখেছিলেন, 'মেরি ক্রিসমাস' অর্থাৎ শুভ বড়দিন।  
ভোডেফোন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নেইলের মেসেজটি পৌঁছে যায় তার বন্ধুর কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসএম ক্যারিয়ার ওমনিপয়েন্ট কমিউনিকেশনস সে দেশে প্রথম টেক্সট ম্যাসেজিংয়ের কাঠামো তৈরি করে। কিছুদিনের মধ্যে তা মার্কিন মুলুক ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। বিভিন্ন দেশের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময় ১৬০ শব্দের বেশি এসএমএস পাঠানোর সুযোগ ছিল না।
Blogger দ্বারা পরিচালিত.