কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

কিয়ামত কি খুব নিকটে

কিয়ামত কি খুব নিকটে
হযরত জিবরাঈল (আঃ) ২৪ হাজার বার দুনিয়াতে
হুজুর (সাঃ) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে।
হুজুর (সাঃ) জিবরাঈল (আঃ) কে জিঙ্গাসা
করেছিলেন, হে জিবরাঈল ! আমার ইন্তেকালের
পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০
বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে
নেব। দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল
(আঃ) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে।।
দশটি জিনিস হল:-
. বরকত তুলে নেব।।
. এবাদত থেকে মজা তুলে নেব।।
. পরস্পর মহব্বত তুলে নেব।।
. লজ্জা তুলে নেব।।
. হক বিচার তুলে নেব।।
. ছবর (ধর্য্য) তুলে নেব।।
. আলেম থেকে সত্য কথা তুলে নেব।।
((অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে
না))
. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব।।
. ঈমানদার থাকবে না, ঈমান উঠে যাবে।।
.ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত
তুলে নেব।।
((অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব))
আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০
নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে
সেদিনই হবে শেষ সময়।।
হে ভাই/বোন তুমি ভয় কর সেদিনকে, যেদিন কেও
কাওকে সাহায্য করবে না। বিধায় এখন হতে তাওবা
করে নবরুপে নিজের জীবনকে ইসলামের রঙে
রাঙিয়ে নাও এবং অপরকেও একই পরামর্শ দাও


তাহলেই শান্তি থাকবে সবার ঘরে।।
ইসলামিক পোষ্টগুলো শেয়ার করার চেষ্টা করুন।
এতে করে যেমন অন্য বন্ধুরা জানতে পারবে তেমনি
সওয়াবও পাওয়া যাবে।।
Blogger দ্বারা পরিচালিত.