মানুষের তৈরি হীরা!
অত্যন্ত দামি বস্তু হীরা। তাই বিলাসী অলংকার হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। তবে বিজ্ঞানের কল্যাণে এবার হীরা মিলবে ২০ শতাংশ কম দামে!
ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিম উপায়ে হীরা তৈরি করেছেন, যা প্রাকৃতিক হীরার মতোই বিশুদ্ধ। গবেষণাগারে ১ ক্যারেট হীরা তৈরিতে মাত্র কয়েকদিন সময় লাগে, যা কেবল মিথেন এবং হাইড্রোজেন গ্যাস প্রক্রিয়াজাত করেই তৈরি করা যায়।
যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পটির গবেষকরা বলেন, ‘ল্যাবে তৈরি হীরা বিশুদ্ধ, প্রাকৃতিক হীরার চেয়ে বেশি পরিবেশবান্ধব এবং ২০ শতাংশ সস্তা। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অলিভার উইলিয়ামস বলেন, ‘প্রাকৃতিক যেসব হীরা পাওয়া যায়, সেসব হীরার মতোই কৃত্রিম উপায়ে তৈরি হীরা বিশুদ্ধ। সেরা মানের পাশাপাশি বলা যায় এটি এক ট্রিলিয়নের এক অ্যাটমের চেয়েও কম অশুদ্ধ।’
হীরা ইন্ডাস্ট্রির জন্য গবেষণাগারে তৈরি হীরা হুমকি হিসেবেই মনে করা হচ্ছে, বিশ্বে ইতিমধ্যে কয়েকটি কোম্পানি কৃত্রিম উপায়ে হীরা তৈরির কাজ শুরু করেছে।
গবেষণাগারে প্রায় ০.০০০২ ইঞ্চি (০.০০৬মিমি) পরিমাণ হীরা তৈরি হতে সময় লাগে এক ঘণ্টা। প্রাকৃতিক হীরা পৃথিবীর ভূত্বকের গভীরে লাখ লাখ বছর ধরে উচ্চ চাপ এবং তাপে গঠিত হয়ে থাকে। একটি কৃত্রিম হীরা সাধারণত একই আকারের একটি প্রাকৃতিক হীরার তুলনায় ১৫-২০ শতাংশ সস্তা।
অধ্যাপক উইলিয়ামস বলেন, ‘এটা বলা চলে যে মানুষ আসলে প্রকৃতিতে টেক্কা দিয়েছে। আমরা এটা নিখুঁত ভাবে তৈরি করেছি। ঐতিহ্যগত ভাবেই যেটা তৈরি হওয়াটা খুব কঠিন সেটা গবেষণাগারে তৈরি করাটা অসাধারণ কৃতিত্ব।’
মানুষের তৈরি হীরা যদিও কিছু উচ্চ মানের জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রি শুরু হয়েছে কিন্তু ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ ক্রেতা প্রাকৃতিক হীরাই প্রাধান্য দিচ্ছেন।
তথ্যসূত্র : ডেইলি মেইল