সাপের রক্ত পান করে দেখাল ইন্দোনেশিয়ার সেনারা (ভিডিও)
সাপের রক্ত পান, কাঁচের ওপর গড়াগড়ি, মাথা দিয়ে ইট ভেঙ্গে এবং আগুনের ওপর দিয়ে রীতিমতো বিরল সামরিক প্রদর্শণী করেছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। বুধবার ইন্দোনেশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে এসব কলা-কৌশল দেখিয়েছে সেনা সদস্যরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিদেশ সফরকালে কশরত প্রদর্শন রুটিন গেলে সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনীর নিয়মিত কর্মসূচির অংশ থাকে। বুধবার ইন্দোনেশিয়ার সেনাবাহিনী ম্যাটিসকে অপহৃত বা জিম্মি ব্যক্তিকে উদ্ধারের কৌশল দেখিয়েছে।
ইন্দোনেশিয়ার সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত এই প্রদর্শণীতে দেখানো কিছু কসরত ছিল প্রায় সিনেমার দৃশ্যের মতোই। একটি কশরতে, এক সেনা সদস্যকে চোখে বেঁধে তার সহকর্মীর দুই পায়ের মাঝে বেঁধে রাখা বেলুনে গুলি করতে হয়েছে। কমপক্ষে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।
ড্রামসের তালে তালে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী মার্শাল আর্টের কৌশলও দেখিয়েছে। এর অংশ হিসেবে তারা মাথা দিয়ে ইট এবং হাত দিয়ে জ্বলন্ত ইটের ব্লক ভেঙ্গেছে। চোখমুখ কালো কাপড়ে ঢেকে আরেক সেনা তার সহকর্মীর মুখে থাকা শসা কুচিকুচি করে কেটেছে। লম্বা ওই ছুরিটি শেষ পর্যন্ত শসা মুখে থাকা সেনার নাকের ইঞ্চিখানেক দূরে এসে থেমেছে।
এসব কশরতের মধ্যে ভয়াবহ ছিল জ্যান্ত সাপের রক্ত পান। ম্যাটিসের কয়েক ফুট দূরে সেনারা ব্যাগে করে এনে অনেকগুলো সাপ ফেলে। এগুলোর মধ্যে কিং কোবরাও ছিল। সেনারা এসব সাপ কেটে রক্তপান করে। আরেক সেনা অর্ধেক সাপ কামড় দিয়ে ফেলেছে।
সেনা কশরত বেশ উপভোগই করেছিলেন ম্যাটিস। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ আপনি কল্পনাও করতে পারবেন না এই কাজ করতে একেকজনকে কতটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনি যখন একটি বাহিনীকে এটা করতে দেখবেন, অনেক ক্ষুদ্র জিনিস সঠিকভাবে, তখন আপনি কল্পনা করতে পারেন তারা অনেক বড় জিনিস একসঙ্গে করতে পারবে।’
ভিডিও :