কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

৩৭তম বিসিএসের ফল প্রকাশ

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাশ করেছেন।

চলতি বছরের ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়।

৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনে টেলিটক অপারেটরে এসএমএস করে ফল জানা যাবে। এ পদ্ধতিতে এসএমএস করতে হবে- PSC স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন-কোয়ালিফাইড হিসেবে ফল পাওয়া যাবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, আমরা লিখিত পরীক্ষার ফলাফল দিলাম। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করব।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করেন।

রেজাল্ট জানতে ক্লিক করুন.....
Blogger দ্বারা পরিচালিত.