খাদের কিনারায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন
১৯৭০ সালের পর বিশ্বকাপ থেকে থেকে বাদ পড়ার শঙ্কাটা আরও ঘনীভূত হল লিওনেল মেসির আর্জেন্টিনার।
বিশ্বকাপ বাছাইয়ে চলমান বাজে পারফরম্যান্সে ভক্তদের হতাশ করছে দলটি। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় নিজেদের মাঠে শুরু হওয়া আর্জেন্টিনা-পেরু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বিশ্বকাপের গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। অথচ আগামী বছর রাশিয়াতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিটই যোগাড় করতে পারছে না দলটি। বাছাইপর্বে তাদের হাতে ম্যাচে রয়েছে আর একটি। পেরুর বিপক্ষে ড্রয়ের মধ্য দিয়ে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপ ভাগ্য এবার অন্যের হাতে তুলে দিয়েছে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টিনা। সেরা চার দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটির সুযোগ পেতে হলে প্লে-অফ খেলে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে।
বুয়েনস অ্যাইরেসে বাঁচা-মরার ম্যাচে আজ আর্জেন্টিনার শুরুটা ছিল দারুণ। গোছালো আক্রমণে শুরুর দিকে দারুণ কিছুরই আভাস দিচ্ছিল দলটি। আর্জেন্টিনার আক্রমণে পেরুর বিপক্ষে পাওলো দিবালা ও মাউরো ইকার্দির বদলে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে কোচ সাম্পাওলি খেলান ইতালির দল আতালান্তার ফরোয়ার্ড আলেহান্দ্রো দারিও গোমেস ও স্থানীয় ক্লাব বোকা জুনিয়র্সের স্ট্রাইকার দারিও বেনেদেত্তোকে। তারপরও চেনা মাঠে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। শক্তিশালী রক্ষণদেয়ালে স্বাগতিক আর্জেন্টিনাকে আটকে দিয়েছে সফরকারী পেরু।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু করে আর্জেন্টিনা। শুরুতেই মেসির বাড়ানো বলে বেনেদেত্তোর শট ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে মেসি গোল পেতেন যদি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পাঁয়ের হালকা ছোঁয়া না লাগতো। ম্যাচের ৫৭তম মিনিটে মেসির পাস থেকে গোমেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে পেরুর ত্রাতা গালেসে। চার মিনিটে মেসির পাস থেকে অনেকটা ফাঁকায় থাকা রিগোনি লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সহজ একটি সুযোগ নষ্ট করেন। এছাড়া ম্যাচের ৬৮তম মিনিটে মেসির দারুণ বাড়ানো বল থেকে বেনেদেত্তোর শট ঠেকান গালেসে। ম্যাচের শেষ দিকে বিপজ্জনক জায়গা থেকে মেসির ফ্রি-কিক বাধা পায় রক্ষণ দেয়ালে।
ম্যাচের শেষ সময় পর্যন্ত গোল না হওয়ায় চেনা দর্শকদের সামনে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসির দলকে।
লাতিন আমেরিকা অঞ্চলে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২৫। সমান পয়েন্টে পঞ্চম স্থানে পেরু। এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়া। আর ২৪ পয়েন্টে প্যারাগুয়ে রয়েছে তালিকার সপ্তম স্থানে।
আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্যটা ঝুলে থাকল অনেকগুলো ‘যদি’, ‘কিন্তুর’ উপর। বিশ্বকাপ বাছাইপর্বে ১১ অক্টোবর ইকুয়েডরের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচে জিততে হবে আর্জেন্টিনাকে। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকবে তাদের। তবে এ ক্ষেত্রে পেরু, কলম্বিয়া ও প্যারাগুয়ের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে জর্জ সাম্পাওলির দলকে। ভূ-পৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৫০ ফুট ওপরে ইকুয়েডরের রাজধানী কিটোতে খুব কম দলই ম্যাচ জিতে আসতে পারে। এবার বাঁচা মরার শেষ ম্যাচে আর্জেন্টিনা কতটুকু করতে পারে সেটাই দেখার বিষয়।