কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

বন্যার্তদের সহায়তায় এবার কোরবানি দেবেন না ওমর সানী-মৌসুমী


দেশের বন্যার্তদের জন্য কিছু করতে চান ওমর সানী আর মৌসুমী। বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই জুটি এবার ঈদুল আজহায় কোরবানি দেবেন না। সেই অর্থ তারা বন্যা দুর্গতদের সহায়তায় দান করবেন। ফেসবুক লাইভে তেমনটাই ঘোষণা দিলেন ওমন সানী।
ফেসবুক লাইভে ওমর সানী আরো বলেন, এবার আমরা কোরবানি করব না। কোরবানির জন্য রাখা ১ লাখ টাকা এবার বন্যা দুর্গতদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী।
কোরবানির মাহাত্ম্য তুলে ধরে সানী বলেন, কোরবানি হলো ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। শুধু মাংস বিলালেই কোরবানির ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না।
Blogger দ্বারা পরিচালিত.