কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতায় ‘চেঞ্জ ডিরেকশন’




ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি এবং ভার্টিক্যাল হরিজন-এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘প্রত্যয় প্রেজেন্টস চেঞ্জ ডিরেকশন- এ সুইসাইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স।’

আত্মহত্যার পেছনের হতাশার গল্প, কারণ এবং প্রতিকার নিয়ে তরুণদের জানাতে এই অলাভজনক উদ্যোগ। অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে থাকছেন কর্পোরেট ট্রেইনার ও সার্টিফায়েড এনএলপি লাইফ কোচ জি সামদানি ডন। আরো থাকবেন ভার্টিক্যাল হরিজন এমডি তাওসিফ আলম খান। বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের জন্যে উপস্থিত থাকবেন প্রত্যয় মেডিকেল ক্লিনিকের প্রসিদ্ধ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট। থাকবেন সুইসাইড ভিকটিম এর আপনজন, বলবেন তাদের গল্প।

তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে তারা পৌঁছে দেবেন সচেতনতা এবং প্রতিকার। অভিভাবক, তরুণসহ সবার জন্যে উন্মুক্ত এই ইভেন্টটি আগামী ২৪ আগস্ট বিকেল ৫টায়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ (ইউল্যাব) এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণের জন্য ভিজিট: www.facebook.com/events/259154321246994
Blogger দ্বারা পরিচালিত.