বাতাসের বুকে কান পেতে শুনি---
ব্যর্থ সময়ের দীর্ঘশ্বাস,
পুরনো অবহেলিত সময় গুলোর আর্তচিত্কার |
হাতের নাগালে চলে গেছে
কত সময়ের সোনা|
আজ ইতিহাসের মলিন খাতায়
ফিরে ফিরে দেখে যাই;
যেন খুব খুব কাছে,
হাত বাড়ালে নাই|
কত অনাদর অবহেলায়
আমার শিয়র হতে
চলিয়া
গেছে মলিন মুখে,
আজো সে সময়ের কান্না শুনতে পাই|