কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর... যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে...

Definition List

বাতাসের বুকে কান পেতে শুনি--- ব্যর্থ সময়ের দীর্ঘশ্বাস, পুরনো অবহেলিত সময় গুলোর আর্তচিত্কার | হাতের নাগালে চলে গেছে কত সময়ের সোনা| আজ ইতিহাসের মলিন খাতায় ফিরে ফিরে দেখে যাই; যেন খুব খুব কাছে, হাত বাড়ালে নাই| কত অনাদর অবহেলায় আমার শিয়র হতে চলিয়া গেছে মলিন মুখে, আজো সে সময়ের কান্না শুনতে পাই|
Blogger দ্বারা পরিচালিত.